গুমরে মরেছি শুধু মনের গভীরে। অস্ফুট আর্তিতে , অপেক্ষায় -অপেক্ষায় বয়ে গেছে রক্তধারা এই যমুনায়। রুধিরের স্রোত জল বৃথা, সব বৃথা । অনেক মায়াবী রাত ঝলমলে দিন , নিতান্ত নিষ্ফল তারা, অপুষ্পক স্মৃতি। এখনও গোলাপবাগে আধফোটা কুঁড়ি, ভ্রমরের স্পর্শ পেতে প্রচণ্ড উন্মুখ। প্রতীক্ষা, প্রতীক্ষা নিয়ে রাত ভোর জেগে, সরিয়ে রেখেছি …
Read More »