বুঝতে পারনি বুঝতে চাওনি বলে, সুরের ইশারা ক’জনে বা বলো বোঝে? কত কত মেঘ রোজ চলে যায় ভেসে অবুঝ মনটা তবুও তোমায় খোঁজে। নদী ছুটে চলে, মেঘেরাও ভেসে যায়- পাহাড়ের থেকে ঝর্ণারা এসে নামে, তবু একা একা বিষন্ন সন্ধ্যায় না বলা কথারা থেকে যায় নীলখামে। গুমরে গুমরে এ কেমন বেঁচে …
Read More »বাক্যহারা – সুদীপ্ত বিশ্বাস
অবলা কথারা আটকে রয়েছে চোখে অবুঝ মনের বোবা কান্নার মত আজকে এখন পাথর চোখেতে শুধু হারানো আবেগ পুরানো দিনের ক্ষত। বুঝলে না কিছু বুঝতে চাওনি বলে সুরের ইশারা সুরকার শুধু জানে দূরের বাতাস দূরে চলে যায় আরও মন শুধু বোঝে হারানো গানের মানে।
Read More »