বৃষ্টি নামে মেঘলা দিনে
রথের ঠিকানায়-
মেলা শেষে খোকাখুকু
ফিরছে পায় পায়।
পাঁপড় খেল খোকাবাবু
জিলিপি খেল খুকু-
কচি কচি মুঠোয় ধরা
খুশির রেশ টুকু।
রথের মেলা নাগরদোলা
হাজার রকম খেলা-
আলো হাসির ফুলঝুরিতে
জমাট বিকেলবেলা।
পড়ার চাপে কাহিল খুকু,
চশমাচোখো খোকা-
একটা বিকেল, হে জগন্নাথ,
থাকুক ছুটি ঢাকা।
……০……