Home / রম্যরচনা / যে-কথা যায় না বলা শুধু বোঝা যায় ~ [ Dig-B-র প্রোফাইল থেকে ] – যশোবন্ত্ বসু

যে-কথা যায় না বলা শুধু বোঝা যায় ~ [ Dig-B-র প্রোফাইল থেকে ] – যশোবন্ত্ বসু

যে কথা বলা যায় না
শিল্পী- পুণ্যতোয়া ধর

 

দিগ্বিজয় সাধুখাঁ প্রচণ্ড সংকটে পড়েছে। একেবারে ধর্মসংকট যাকে বলে। হাতে স্মার্টফোন আসা ইস্তক বেশ আনন্দে, খুশিতে, শ্লাঘায়, উত্তেজনায় দিন কাটছিল। জীবনের প্রতিটি ঘটন ও অঘটন ছবি তুলে ফেসবুকে পোস্ট করে যে আত্মপ্রসাদ ও তৃপ্তি লাভ করে এসেছে দিগ্বিজয় , অমৃত তার কাছে কোথায় লাগে ! ছেলের জন্মদিনের আশীর্বাদ চাওয়া, মেয়ের নতুন ইশকুলে যাওয়া, বউয়ের বিবাহবার্ষিকীর গয়না, শ্বশুরের শ্রাদ্ধ, শাশুড়ির টবের নয়নতারা, ভাগ্নের নতুন জুতো থেকে শুরু করে মাছ ভাজতে গিয়ে বউয়ের হাতের ফোস্কা, নতুন ঝুলঝাড়ন, নতুন বাইক মায় বাইক থেকে পড়ে গিয়ে ছেঁচড়ে-যাওয়া কনুইয়ের ছবি পর্যন্ত সে প্রায় প্রতিদিনই গভীর অভিনিবেশ ও আন্তরিক একাগ্রতায় ফেসবুকে সাজিয়ে দিয়েছে।
বন্ধুদের লাইক-কমেন্টে যে স্বর্গীয় সুখানুভূতি লাভ করা যায়, তার তুলনা আর কোথায় মিলবে ?

কিন্তু সুখে থাকতে ব্যাকটেরিয়ায় কিলোয়। গত দু’তিন দিন ধরে দিগ্বিজয় বেজায় ফ্যাসাদে ফেঁসেছে। বলা নেই কওয়া নেই , কার কুদৃষ্টিতে কে জানে, দিগ্বির এক বিশ্রী উপসর্গ গজিয়েছে। উপসর্গ না বলে অনুসর্গ বলা ভাল। কারণ ব্যাপারটা পেছনে যুক্ত। যদিও জিনিসটা মোটেই ভাল নয়। দু’দণ্ড এক জায়গায় স্থির হয়ে বসতে পর্যন্ত দিচ্ছে না তার পশ্চাৎদেশের সেই মোক্ষম স্থানে হওয়া বিস্ফোটকটি !

টনটনে ব্যথা ছাপিয়ে দিগ্বিজয়ের মনে দশ গুণ বেশি বেদনা ও হতাশার বিধুরতায় ছেয়ে রয়েছে একমাত্র আফসোস, ফোড়াটা বেছে বেছে এমন জায়গায় হল, স্ট্যাটাসে তার ছবিসহ সংক্ষিপ্ত বিবরণটুকুও দেওয়া যাচ্ছে না !

তুখোড় স্ট্যাটাসবাজ দিগ্বিজয় আপডেটবিহীন এই পানসে দিনগুলি কাটাবে কী করে ?

 

……০……

Leave a comment

Check Also

বাস

বাঁশযাত্রা- সোমক সেনগুপ্ত

  বাসস্টপে দাঁড়িয়ে আছি। ত্রাহি-ত্রাহি রবে একটা মানুষের স্তূপ এলো! কার কোনটা মাথা, কোনটা বডি …

সোমক সেনগুপ্ত

এনকাউন্টার – যশোবন্ত্‌  বসু

ব্রজকিশোর আমার ঘনিষ্ঠ বন্ধু। ব্রকজিশোর প্রত্যেক বছর আমাকে তার বাড়ির গাছের সজনেফুল আর কচি নিমপাতা …

পুরুষ গরু – রঘুনাথ মণ্ডল

সুবিমলবাবুর কর্মসূত্রে শহরে বাস। গ্রামের বাড়িতে পারিবারিক দুর্গাপুজো, তাই প্রতিবছর পুজোর সময় গ্রামের বাড়ি যান। …

স্মৃতি সততই শোকের – যশোব ন্ত্‌ বসু

ছবি – সোমক সেনগুপ্ত শেফালির বিয়ের কথাটা মনে পড়লেই নৃপেন্দ্রশেখরের মুখটা তেতো হয়ে যায়, মেজাজ …