রেলগাড়ি, রেলগাড়ি-
কত পথ দাও পাড়ি…
গাছপালা, ঘরবাড়ি-
ধানগাছ সারিসারি;
নদী কত আঁকাবাঁকা
দিঘিজল আলোমাখা-
বনপথ ছায়া ঢাকা
জানালায় চেয়ে থাকা…
যত দেখি, তত শিখি-
চলো যাই, ঘুরে আসি।
রেলগাড়ি, রেলগাড়ি-
কত পথ দাও পাড়ি…
গাছপালা, ঘরবাড়ি-
ধানগাছ সারিসারি;
নদী কত আঁকাবাঁকা
দিঘিজল আলোমাখা-
বনপথ ছায়া ঢাকা
জানালায় চেয়ে থাকা…
যত দেখি, তত শিখি-
চলো যাই, ঘুরে আসি।
Tags উতলধারা গাছপালা ঘরবাড়ি- ধানগাছ সারিসারি; নদী কত আঁকাবাঁকা দিঘিজল আলোমাখা মৌসুমী পাত্র রেলগাড়ি রেলগাড়ি- কত পথ দাও পাড়ি... গাছপালা
১ শিঙি মাছে ডিঙি বায় পিঁপড়ে টানে মই খোকন সোনা মাছ ধরেছে এত্ত বড় কই। …
রথের বেলা ফুরিয়ে এল, আঁধার গেল নেমে- খোকাখুকু ফিরছে ঘরে রথের দড়ি টেনে। Leave a …