Home / কবিতা / পরাবাস্তবতা – সুদীপ্ত বিশ্বাস

পরাবাস্তবতা – সুদীপ্ত বিশ্বাস

শিল্পী- যামিনী খাঁ
শিল্পী- যামিনী খাঁ

 

 

 

 

 

 

 

 

 

এখানে হৃদয় জুড়ে শুধুই বিস্মৃতি
হাঁচড়-পাঁচড় শেষে অবসন্ন দেহে
তীরভূমি ছুঁয়ে দেখি, হাসে মহাকাল।
সবকিছু মিশে যায় দিকচক্রবালে
অবিরাম বেজে চলে কালের সেতার।
অতীতেরা চুপচাপ ফিরে ফিরে এলে
সময়ের গাছ থেকে খসে পড়ে পাতা
মিশরের মমি থেকে উঠে আসে কেউ
আগামীর বুক থেকে ভাটির সাঁতারে
প্রতিদিন চুপচাপ ফিরে আসে ঢেউ।
যেটুকু দেখছ তুমি তাও শুধু নয়,
যতটুকু বেঁচে আছি তাও নয় শুধু,
যেটুকু মরেও গেছি সবটুকু মিলে
ওই শোন একটানা বাজছে সেতার।
               …০…

Leave a comment

Check Also

মৃত্যুর কবিতারা- সুদীপ্ত বিশ্বাস

১ লাশ কাটা ঘর – সুদীপ্ত বিশ্বাস একদিন আমার বদলে বিছানায় শুয়ে থাকবে আমার লাশ। …

শিল্পী- সোমক সেনগুপ্ত/ আপডেট

আপডেট – যশোবন্ত্ বসু

স্মৃতিমেদুরতা বিষয়ে বলতে গেলে সেই লোডশেডিংবিধৃত সন্ধেগুলির কথা বলতে হয় সুলতানা রিজিয়া ! হৃদমাঝারের মফস্‌সলি …

শিল্পী- যামিনী খাঁ/ দূরবীন

দূরবীন – চন্দ্রনাথ মুখোপাধ্যায়

  এ এক সময় ভ্রমণ, পর্যটকের চোখে। ঠিক যেন পুরোনো স্থাপত্যের প্রাঙ্গনে গ্রামীণ ভীড়ের রীত …

পথিক – সন্দীপ কুমার ঘোষ

  দুর্গম পথের পথিক তুমি রক্তিম আবাহিকা, অজয় তোমার মনের ভূমি, হৃদমাঝারে নভৌকা, বহুরূপী আজই …