Home / অনান্য / করোনা সিরিজ ১০- সোমক সেনগুপ্ত

করোনা সিরিজ ১০- সোমক সেনগুপ্ত

করোনা সিরিজ ১০
শিল্পী- সোমক সেনগুপ্ত

 

 

( ভয়ঙ্কর এক বিপর্যয়ের মুখোমুখি আমরা। মহামারী করোনা যেন গিলে নিতে চাইছে আমাদের সভ্যতা, আমাদের মানবসম্পদ। খবরের কাগজে, মিডিয়া চ্যানেলে, সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত উঠে আসছে অজস্র হাড় হিম করা তথ্য। এমনকি, ত্রিভুবন-তারিণী মা গঙ্গাও এখন লাশ-বাহিনী। পরিজনের সম্মানজনক বিদায়ও কষ্টকল্পনা হয়ে যাচ্ছে কত অজস্র ক্ষেত্রে। অগণিত মানুষ আজ স্বজনহারা। কত শিশু অনাথ হয়ে পড়েছে একান্ত আপনজনের বিয়োগে। ব্যক্তিগত পরিসরেও নিত্যদিন আমরা মুখোমুখি এই প্রতিকূলতার। পর্যালোচনা, আলাপ-আলোচনা, মতামত, একদম সামনের সারিতে দাঁতে দাঁত চেপে লড়াই করা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অভিজ্ঞতা-  সবকিছু ছুঁয়ে এখনো ভয়াল রক্তচক্ষু এই সর্বগ্রাসী মহামারীর। ভ্যাকসিন অপ্রতুল, রাজনৈতিক কূটকচালি অব্যাহত। টিকার দ্বিতীয় ডোজ নেবার পরও করোনা আক্রান্ত হবার খবর আসছে।

একই সঙ্গে, মানুষ হিসেবে, সামাজিক জীব হিসেবে আত্মসমীক্ষা, আত্মসমালোচনার বড়ো প্রয়োজন এখন। এটা ঘটনা যে করোনার প্রথম তরঙ্গ থেকে আমরা বিশেষ কিছুই শিক্ষা লাভ করিনি। প্রকৃতিকে বারংবার আঘাত হেনেছি আমরা, নির্বিচারে। এবার কি প্রকৃতির প্রতিশোধের পালা? আমাদের সর্বগ্রাসী ক্ষুধার শিকার কি আজ আমরা নিজেই? তাই কি প্রকৃতির নির্মম খড়্গ আজ ঝলসে উঠেছে অবাধ্য সন্তানের শাস্তির তাগিদে?

আজ সকাল থেকেই আরোপ হয়ে গেছে প্রচুর বিধিনিষেধ। কার্যতঃ লকডাউন। একদিকে যেমন প্রচুর মানুষ সমস্যায় পড়বেন, একথা নিঃসন্দেহে সত্যি, একইসঙ্গে এটাও সত্যি যে বিধিনিষেধ আরোপ না করলে হয়তো আরও অনেক বেশি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এবং এটাও সত্যি যে জনসাধারণের একাংশের মধ্যে করোনাবিধি না মানার যে প্রবণতা, তা রীতিমতো উদ্বেগজনক।

এহেন বিপদসংকুল সময়ে শিল্পী সোমক সেনগুপ্তের কল্পনায় একের পর এক প্রেক্ষিত ধরা পড়ছে এই মহামারীর। কখনো বা রূঢ় নিষ্ঠুর বাস্তব, কখনো বা বর্তমান জীবনের চালচিত্র। কখনো শাণিত বিদ্রূপ, কখনো কৌতুকে মোড়া বেদনার সজল ছায়া। সেসবই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমরা, ‘উতলধারা’ ই-ম্যাগাজিনের তরফে। শুরু হয়েছে ‘করোনা সিরিজ’। আজ পর্ব- ১০। দেখুন আর ভাবুন। ঝলসে উঠুক আমাদের ভাবনা। শুভবুদ্ধির উদয় হোক সকল স্তরে।

এই মৃত্যুমিছিল বন্ধ হোক। বন্ধ হোক অম্লজানের জন্য আকুতি। প্রাণ ভরে নিঃশ্বাস নিক সকল মানুষ। বসুন্ধরা পুনরায় হয়ে উঠুন কোমলা। এইটুকুই কামনা এই মুহূর্তের।

সবাই ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। করোনাবিধি মেনে চলুন অক্ষরে অক্ষরে।)

Leave a comment

Check Also

করোনা সিরিজ ৯

করোনা সিরিজ ৯- সোমক সেনগুপ্ত

  ( ভয়ঙ্কর এক বিপর্যয়ের মুখোমুখি আমরা। মহামারী করোনা যেন গিলে নিতে চাইছে আমাদের সভ্যতা, …

করোনা সিরিজ ৮

করোনা সিরিজ ৮- সোমক সেনগুপ্ত

        ( ভয়ঙ্কর এক বিপর্যয়ের মুখোমুখি আমরা। মহামারী করোনা যেন গিলে নিতে …

করোনা সিরিজ ৮- সোমক সেনগুপ্ত

করোনা সিরিজ ৭- সোমক সেনগুপ্ত

  ( ভয়ঙ্কর এক বিপর্যয়ের মুখোমুখি আমরা। মহামারী করোনা যেন গিলে নিতে চাইছে আমাদের সভ্যতা, …

করোনা সিরিজ ৬/ শিল্পী- সোমক সেনগুপ্ত

করোনা সিরিজ ৬ – সোমক সেনগুপ্ত

    ( ভয়ঙ্কর এক বিপর্যয়ের মুখোমুখি আমরা। মহামারী করোনা যেন গিলে নিতে চাইছে আমাদের …