Home / অণুগল্প / চানাচুরের স্বাদ- রঘুনাথ মণ্ডল

চানাচুরের স্বাদ- রঘুনাথ মণ্ডল

চানাচুরের স্বাদ/ রঘুনাথ মণ্ডল
শিল্পী- সোমক সেনগুপ্ত

 

 

অনেক দিন পর শীলার সঙ্গে দেখা, তা প্রায় পঞ্চাশ বছর। হাইস্কুলে আমরা একসঙ্গে পড়তাম। ও ছিল অঙ্কে কাঁচা কিংবা অঙ্ক কষার ঝামেলায় যেতে চাইত না। আমার খাতা থেকে বেমালুম টুকে স্যারকে দেখাতো, আর মাখন সাহার দোকান থেকে চানাচুর কিনে এনে খাওয়াতো। আঃ! কী স্বাদ! এখনও যেন লেগে আছে দাঁতের খাঁজে খাঁজে, ল্যাংড়া আমের শাঁসের মত। মদনের চায়ের দোকানে বসে আশকথা পাশকথা নানা কথা হল। শেষে শীলা বলে- তুমি আমাকে ভুলে গেছ। আমি বলি- না গো, ভুলতে পারিনি। দোকানে সাজানো বয়ামে চানাচুর দেখলেই তোমার কথা মনে পড়ে যায় এখনও।

……0……

অংকনঃ- সোমক সেনগুপ্ত

Leave a comment

Check Also

লোনাজলের আঁকিবুঁকি

লোনাজলের আঁকিবুঁকি – রঘুনাথ মণ্ডল

  শেষ হেমন্তের পড়ন্ত বেলা। চারিদিকে ছড়ানো পলকা হলদে রোদ – আছে কিন্তু থাকবে না …

উতলধারা/জমানা

জমানা – নির্মাল্য ঘরামী

    বুধু অবাক হয়ে ছেলে তিনটির দিকে তাকিয়ে ছিল। তখন বিকেল শেষ হয়ে সন্ধ্যা …

চাতকেরা- নির্মাল্য ঘরামী

চাতকেরা- নির্মাল্য ঘরামী

    জিভ দিয়ে ঠোঁটটা একবার চেটে নিল শাক্য। গরমও পড়েছে যথেষ্ট। কিন্তু তেষ্টা আর …

উতলধারা/জমানা

জমানা- নির্মাল্য ঘরামী

  বুধু অবাক হয়ে ছেলে তিনটির দিকে তাকিয়ে ছিল। তখন বিকেল শেষ হয়ে সন্ধ্যা শুরু …