Home / কবিতা / মায়াবী গোধূলিয়া -নবকুমার দাস

মায়াবী গোধূলিয়া -নবকুমার দাস

mayabi-godhulia-nd

গোধূলিতে নদী নারী হয়ে ওঠে, মায়াঞ্জনে ঢাকে ব্যপ্ত চরাচরে ,
মন কেমনিয়া সুরে সুরে দূরে কেও বাজায় বাঁশি আনমনা করে বারেবারে ।
যেন কিশোরের স্বপ্নবালা দিয়ালায় ফিরে আসে,চেনা চেনা অনুষঙ্গে আলতো দোলায়
বেহূলা মান্দাসে ফেরে , লখীন্দর সপ্তডিঙায় ।

ট্রয় থেকে ইথাকার পথে ফেরে শ্রান্ত ইকিলাশ বীর,
পদ্মগন্ধে হৃদয় মাতায় যোজনগন্ধী কোনো এক কমলিকা মেয়ে ,
বিহানের জারিগান আলো হয়ে স্ফুরিতফেনায় আহ্বানে নিভে যায়,
নদী যেন ধরা দেয় মোহনায়, সন্ধ্যারাগে বিচ্ছুরণে ছড়িয়ে আবীর ।

Leave a comment

Check Also

মৃত্যুর কবিতারা- সুদীপ্ত বিশ্বাস

১ লাশ কাটা ঘর – সুদীপ্ত বিশ্বাস একদিন আমার বদলে বিছানায় শুয়ে থাকবে আমার লাশ। …

শিল্পী- সোমক সেনগুপ্ত/ আপডেট

আপডেট – যশোবন্ত্ বসু

স্মৃতিমেদুরতা বিষয়ে বলতে গেলে সেই লোডশেডিংবিধৃত সন্ধেগুলির কথা বলতে হয় সুলতানা রিজিয়া ! হৃদমাঝারের মফস্‌সলি …

শিল্পী- যামিনী খাঁ/ দূরবীন

দূরবীন – চন্দ্রনাথ মুখোপাধ্যায়

  এ এক সময় ভ্রমণ, পর্যটকের চোখে। ঠিক যেন পুরোনো স্থাপত্যের প্রাঙ্গনে গ্রামীণ ভীড়ের রীত …

পথিক – সন্দীপ কুমার ঘোষ

  দুর্গম পথের পথিক তুমি রক্তিম আবাহিকা, অজয় তোমার মনের ভূমি, হৃদমাঝারে নভৌকা, বহুরূপী আজই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *