Home / ছোটদের ছড়া / কুট্টিদের ছড়া -সুদীপ্ত বিশ্বাস

কুট্টিদের ছড়া -সুদীপ্ত বিশ্বাস

kuttider-chora-sb

শিঙি মাছে ডিঙি বায়
পিঁপড়ে টানে মই
খোকন সোনা মাছ ধরেছে
এত্ত বড় কই।

ভুঁড়েল মশাই ভুঁড়েল মশাই
এত্ত কেন খাও
কত লোকে পায় না খেতে
তাদের খেতে দাও।
আয় ঘুম আয়
খোকার চোখে আয়
শীতের রাতে খ্যাঁক শেয়ালে
হুক্কি হুয়া গায়।
আকাশ জুড়ে চাঁদ উঠেছে
আর ফুটেছে তারা
রোজ রাতে মা এত্ত আলো
জ্বালিয়ে রাখে কারা?
চামচিকেতে বাজনা বাজায়
ভালুক বাজায় খোল
ড্যাম কুর কুর ড্যাম কুর কুর
শেয়াল বাজায় ঢোল।
বাঁশ বাগানের কাছে
গর্তে শেয়াল আছে
চাঁদনী রাতে বাইরে এসে
হুক্কি হুয়া নাচে।
শেয়াল ধরে খেয়াল
গাধায় গলা সাধে
তাইনা দেখে ময়না বলে
রাধে কৃষ্ণ রাধে।
বাঘ মামা বাঘ মামা
গায়ে তার ডোরা জামা
ইঁয়া বড় তার গোঁফ
বাপরে কি ভয়ানক!
আই কম বাই কম
টমটম চড়ে
ঝম ঝম ঝম ঝম
বৃষ্টি পড়ে।
১০
ঝুঁটি বাধা ময়না
কোনও কথা কয় না
গলা তার চিন চিন
ফুটে গেছে আলপিন।
১১
আম গাছে আম আছে
জাম গাছে জাম
যত খুশি পেড়ে খাও
লাগবে না দাম।
১২
টিকটিকিতে টিক টিকালো
টিক টিকা টিক টিক
এখন তোরা বলবি যা যা
সব হবে ঠিক ঠিক।
১৩
গুড় গুড় মেঘ ডাকে
ঝুরঝুর বৃষ্টি
ফুরফুর হাওয়া বয়
কি দারুণ মিষ্টি!

Leave a comment

Check Also

আমার বাড়ি রঙ বাহারি

আমার বাড়ি- মৌসুমী পাত্র

              আমার বাড়ি রঙ- বাহারি         …

rather-bela-mp

রথের বেলা -মৌসুমী পাত্র

রথের বেলা ফুরিয়ে এল, আঁধার গেল নেমে- খোকাখুকু ফিরছে ঘরে রথের দড়ি টেনে। Leave a …

railgari-railgari-mp

রেলগাড়ি -মৌসুমী পাত্র

রেলগাড়ি, রেলগাড়ি- কত পথ দাও পাড়ি… গাছপালা, ঘরবাড়ি- ধানগাছ সারিসারি; নদী কত আঁকাবাঁকা দিঘিজল আলোমাখা- …

hasi-sb

হাসি -সুদীপ্ত বিশ্বাস

কেউ বা হাসে হো হো করে কেউ বা হাসে হি হি সাপের হাসি হিস হিসানি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *