Home / কবিতা / পথিক – সন্দীপ কুমার ঘোষ

পথিক – সন্দীপ কুমার ঘোষ

 

দুর্গম পথের পথিক তুমি
রক্তিম আবাহিকা,
অজয় তোমার মনের ভূমি,
হৃদমাঝারে নভৌকা,

বহুরূপী আজই তুমি,
ভ্রান্ত অবলম্বী,
বিস্মৃত যত খ্যাতি,
ললাটে ঋণ সব-ই,

এই ধরাতে এসে আজি,
রুদ্রবীণায় সাজো,
অবিনাশী এক ভাবনা তুমি,
জাগো, ঋতবান, জাগো…

……০……

Leave a comment

Check Also

মৃত্যুর কবিতারা- সুদীপ্ত বিশ্বাস

১ লাশ কাটা ঘর – সুদীপ্ত বিশ্বাস একদিন আমার বদলে বিছানায় শুয়ে থাকবে আমার লাশ। …

মেয়েবেলার গপ্পো- সোমক সেনগুপ্ত

Leave a comment

শিল্পী- সোমক সেনগুপ্ত/ আপডেট

আপডেট – যশোবন্ত্ বসু

স্মৃতিমেদুরতা বিষয়ে বলতে গেলে সেই লোডশেডিংবিধৃত সন্ধেগুলির কথা বলতে হয় সুলতানা রিজিয়া ! হৃদমাঝারের মফস্‌সলি …

দু’একটা সত্য কথা – সুদীপ্ত বিশ্বাস

মাত্র ১০০০০ বছর আগে কোনো ধর্মই ছিল না। ছিলনা ধর্ম-ধর্ম করে মানুষের সাথে মানুষের বিভেদ। …