Home / কবিতা / এমন একটি কবিতা লিখতে চাই – রঞ্জন চক্রবর্ত্তী

এমন একটি কবিতা লিখতে চাই – রঞ্জন চক্রবর্ত্তী

এমন একটি কবিতা লিখতে চাই
চিত্র নির্মাণঃ অনুপ চ্যাটার্জ্জী

 

আমি দেখেছি অনেক ঘটনা, শুনেছি অনেক কিছু
কিন্তু চুপ করে থেকেছি – বলিনি একটি কথাও
সত্যকে বার বার অস্বীকার করেছি অজানা বিপদের আশঙ্কায়
এভাবে ভেতরের মানুষটাই হয়তো মরে গেছে কবে,
তবু আজ এমন একটি কবিতা লিখতে চাই
যা শব্দের কৌশল নয় – আসলে ঝরা সময়ের গান।

আমি সচরাচর অপ্রিয় প্রসঙ্গ এড়িয়ে যেতে চাই
যারা সাদাকে সাদা আর কালোকে কালো বলে
তাদের আমি বরাবরই বড় ভয় পাই,
তবু আজ এমন একটি কবিতা লিখতে চাই
যেখানে অলীক কল্পনার ছোঁয়া নেই
অনৃতভাষণে কলুষিত হয়নি যার পংক্তির বিন্যাস,
যা আমার মন থেকে সব হতাশা-ব্যর্থতার গ্লানি মুছে দিয়ে
এনে দেবে সত্যি কথা সরাসরি বলার সাহস।

রূঢ় বাস্তবের অভিঘাতে আজ খসেছে নির্মোক –
এবার এমন একটি কবিতা লিখতে চাই
যা কবিতার আদলে এই অস্থির সময়ের পদাবলী,
যার প্রতিটি অক্ষরের ভাঁজে প্রচ্ছন্ন থাকবে
যা দেখেছি, যা শুনেছি, যা জেনেছি তার নির্যাস
যার গোটা কবিতাশরীরে জড়িয়ে থাকবে বন্ধ্যা যুগের যন্ত্রণা,
যে কবিতার ইঙ্গিত বুঝতে পারবে সেই সব পাঠকরা
যাদের কণ্ঠে ধ্বনিত হবে তীব্র প্রতিবাদ,
যারা শাসকের যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে
একদিন বুঝে নেবে নিজেদের ন্যায্য অধিকার।

 

……০……

Leave a comment

Check Also

শিল্পী- সোমক সেনগুপ্ত/ আপডেট

আপডেট – যশোবন্ত্ বসু

স্মৃতিমেদুরতা বিষয়ে বলতে গেলে সেই লোডশেডিংবিধৃত সন্ধেগুলির কথা বলতে হয় সুলতানা রিজিয়া ! হৃদমাঝারের মফস্‌সলি …

শিল্পী- যামিনী খাঁ/ দূরবীন

দূরবীন – চন্দ্রনাথ মুখোপাধ্যায়

  এ এক সময় ভ্রমণ, পর্যটকের চোখে। ঠিক যেন পুরোনো স্থাপত্যের প্রাঙ্গনে গ্রামীণ ভীড়ের রীত …

পথিক – সন্দীপ কুমার ঘোষ

  দুর্গম পথের পথিক তুমি রক্তিম আবাহিকা, অজয় তোমার মনের ভূমি, হৃদমাঝারে নভৌকা, বহুরূপী আজই …

অমোঘ- সন্দীপ কুমার ঘোষ/শিল্পী- সোমক সেনগুপ্ত

অমোঘ – সন্দীপ কুমার ঘোষ

    পাতায় পাতায় ফুটে ওঠে, অন্তহীন হারিয়ে যাওয়া, যত কাহিনী মানবের, যত ব্যর্থ চাওয়া, …