Home / কবিতা / চড়ুইভাতি – চন্দ্রনাথ মুখোপাধ্যায়

চড়ুইভাতি – চন্দ্রনাথ মুখোপাধ্যায়

চড়ুইভাতি/ শিল্পী- যামিনী খাঁ
শিল্পী- যামিনী খাঁ

 

 

ওপারের দ্বীপ, জলের নৌকো, মিঠে মিঠে রোদ্দুর

বাড়িয়ে দেওয়া হাত, ছবি তো ঠিকঠাকই ছিল

এই সব ছোঁয়া বুড়ি খেলা আকণ্ঠ নেশাতে চুর

মুগ্ধ চোখের বাতাস  ইশারার  পাল তুলে দিল

 

তারই কিছু ভাসিয়ে দিয়ে নৌকোটিও ফিরে আসে

ফুটন্ত মাংসের গন্ধ আর কিছু সেলফি বিলাসে

রেওয়াজি রবীন্দ্র সংগীত, অহংকারের গম্ভীর

এইসব  নদীর কাছে অবাক ছেলে মানুষীর

 

বাতাসের ঢেউ ওঠে, জলপরীর আকার নেই

যেকোনো শীতকালীন পিকনিকে যাবার আগেই

একথা বুঝে নেওয়া ভালো, কেননা সহমরণ

প্রত্যাশা মতো আসেনা। যা আসে তা একাকী দহন

 

শুধু জানার ইচ্ছেই , যদিও ভালোবাসিনি তাকে

ঝরা শীতের সেই রাঁধুনী, বসন্তে কেমন থাকে।

……০……

শিল্পী- যামিনী খাঁ

 

Leave a comment

Check Also

মৃত্যুর কবিতারা- সুদীপ্ত বিশ্বাস

১ লাশ কাটা ঘর – সুদীপ্ত বিশ্বাস একদিন আমার বদলে বিছানায় শুয়ে থাকবে আমার লাশ। …

শিল্পী- সোমক সেনগুপ্ত/ আপডেট

আপডেট – যশোবন্ত্ বসু

স্মৃতিমেদুরতা বিষয়ে বলতে গেলে সেই লোডশেডিংবিধৃত সন্ধেগুলির কথা বলতে হয় সুলতানা রিজিয়া ! হৃদমাঝারের মফস্‌সলি …

শিল্পী- যামিনী খাঁ/ দূরবীন

দূরবীন – চন্দ্রনাথ মুখোপাধ্যায়

  এ এক সময় ভ্রমণ, পর্যটকের চোখে। ঠিক যেন পুরোনো স্থাপত্যের প্রাঙ্গনে গ্রামীণ ভীড়ের রীত …

পথিক – সন্দীপ কুমার ঘোষ

  দুর্গম পথের পথিক তুমি রক্তিম আবাহিকা, অজয় তোমার মনের ভূমি, হৃদমাঝারে নভৌকা, বহুরূপী আজই …