Home / কবিতা / জলরং -পুলক মন্ডল

জলরং -পুলক মন্ডল

jolrong-pm

 

কত না কত সময় ধরে ভাবি
একটি মিষ্টি প্রেমের কবিতা লিখব
পারিনি ; মনের গহনে উঁকি দেয়
একটি উদাসী মুখ
কত না কত সময় ধরে ভাবি
কবিতা দিয়ে সে মুখ’টিকে
রাঙিয়ে দেব রামধনু’র সাত রঙে
পারিনি ; তার আখিঁপল্লব থেকে
ঝরে পড়ে একবিন্দু জল
ধুয়ে যায় কবিতার পাতা
তবুও ভাবি একসময় তাকে
জলরঙে আঁকব কবিতার খাতায়…….

Leave a comment

Check Also

মৃত্যুর কবিতারা- সুদীপ্ত বিশ্বাস

১ লাশ কাটা ঘর – সুদীপ্ত বিশ্বাস একদিন আমার বদলে বিছানায় শুয়ে থাকবে আমার লাশ। …

শিল্পী- সোমক সেনগুপ্ত/ আপডেট

আপডেট – যশোবন্ত্ বসু

স্মৃতিমেদুরতা বিষয়ে বলতে গেলে সেই লোডশেডিংবিধৃত সন্ধেগুলির কথা বলতে হয় সুলতানা রিজিয়া ! হৃদমাঝারের মফস্‌সলি …

শিল্পী- যামিনী খাঁ/ দূরবীন

দূরবীন – চন্দ্রনাথ মুখোপাধ্যায়

  এ এক সময় ভ্রমণ, পর্যটকের চোখে। ঠিক যেন পুরোনো স্থাপত্যের প্রাঙ্গনে গ্রামীণ ভীড়ের রীত …

পথিক – সন্দীপ কুমার ঘোষ

  দুর্গম পথের পথিক তুমি রক্তিম আবাহিকা, অজয় তোমার মনের ভূমি, হৃদমাঝারে নভৌকা, বহুরূপী আজই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *