Home / ছোটদের গল্প / হনুমানের হালচাল- মৌসুমী পাত্র

হনুমানের হালচাল- মৌসুমী পাত্র

hanumaner-halchal1-mp

ছোট্ট মেয়ে টুকটুক। কথা বলে ফুটফুট। একদিন সকালে… মনের সুখে সে খেলে। এমন সময় দেখে, জানালায় উঁকি মারে কে? কালো কালো মুখ। শনের মতো চুল। চেঁচিয়ে ওঠে সে, “হনুমান! হনুমান!”

মা আসে বেরিয়ে। জানালা দিয়ে বাড়িয়ে দেয়, আলু, বিস্কুট আরো কত কী। হনুমান দুটো খায় আর হাত বাড়ায়। মা, বড়মা আরো দেয়। হনুমান দুটো চটপট খায়। এবারে আসে ছানা হনুমান। সেও খায়।

তারপর আওয়াজ ওঠে… ঝপাং! ঝপাং! দলে দলে হনুমান এসে ভিড় করে জানালায়। মা জানালা লাগিয়ে দেয়। হনুমানগুলো লাফ দিয়ে চলে যায় পাশের বাড়ির ছাদে। সেখানে বসে ডুমুর গাছের পাতা খেতে থাকে। পেঁপে গাছ থেকে পেঁপে ছিঁড়ে খেতে থাকে কেউ কেউ।

টুকটুক হাততালি দেয়। বলে, “পরে আবার এসো।”

Leave a comment

Check Also

শিল্পী- রিমিল জানা

পরীক্ষা দিলেন বাঘু- মৌসুমী পাত্র

(শিয়ালনীর পাঠশালায় প্রচুর মজাদার ব্যাপার স্যাপার চলে, যার প্রথম হদিশটা দিয়েছিলাম ‘বাগে এলো বাঘু’ গল্পে। …

ওযোধ্যা পাহাড়ে বাঘু

অযোধ্যা পাহাড়ে বাঘু – মৌসুমী পাত্র

(শিয়ালনীর পাঠশালায় প্রচুর মজাদার ব্যাপার স্যাপার চলে, যার প্রথম হদিশটা দিয়েছিলাম ‘বাগে এলো বাঘু’ গল্পে। …

শিয়ালনী কুপোকাত

শিয়ালনী কুপোকাত- মৌসুমী পাত্র

বর্ষা বিদায় নিয়েছে। আকাশে সোনা সোনা রঙের রোদ্দুর। সাদা সাদা মেঘ নীল আকাশে হামাগুড়ি দিয়ে …

বাঘু হলেন মনিটর

বাঘু হলেন মনিটর- মৌসুমী পাত্র

  পাঠশালার পোড়োগুলো বড্ডো ঝামেলা পাকাচ্ছে ক’দিন ধরেই। শিয়ালনী ক্লাস থেকে একটু উঠলেই চিৎকার, চেঁচামেচি, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *