ডিডং ডিডং মজার দেশে সব কিছু অদ্ভুত
মানুষগুলো গাছে চড়ে, হেঁটে বেড়ায় ভূত।
কোনও পাখির নেই তো ডানা, গাছগুলো সব ওড়ে
পাহাড়গুলো ছুটতে পারে ট্রেনের চেয়েও জোরে ।
বাঘগুলো সব ঘাস খায় আর ভয়ে ভয়ে থাকে
হরিণগুলো যখন তখন হালুম হুলুম ডাকে।
দিনের বেলা চাঁদের আলো, আকাশ জুড়ে তারা
সমুদ্রটা সমান তো নয়, খুব উঁচু আর খাড়া।
নদীগুলো সাগর থেকে পাহাড় খুঁজতে যায়
পাহাড়গুলো দিন দুপুরে শিস দিয়ে গান গায়।
কিন্তু ডিডং ডিডং দেশটা একটা দিকে ভাল
সাদাকে সব সাদাই বলে, আর কালোকে কালো।
ডিডং লোকের মুখের কথা মনের কথা হয়,
ডিডং দেশের কোনও মানুষ মুখোশধারী নয়!
Tags ডিডং ডিডং মজার দেশে সুদীপ্ত বিশ্বাস হেঁটে বেড়ায় ভূত
Check Also
কুট্টিদের ছড়া -সুদীপ্ত বিশ্বাস
১ শিঙি মাছে ডিঙি বায় পিঁপড়ে টানে মই খোকন সোনা মাছ ধরেছে এত্ত বড় কই। …
রথের বেলা -মৌসুমী পাত্র
রথের বেলা ফুরিয়ে এল, আঁধার গেল নেমে- খোকাখুকু ফিরছে ঘরে রথের দড়ি টেনে। Leave a …
রেলগাড়ি -মৌসুমী পাত্র
রেলগাড়ি, রেলগাড়ি- কত পথ দাও পাড়ি… গাছপালা, ঘরবাড়ি- ধানগাছ সারিসারি; নদী কত আঁকাবাঁকা দিঘিজল আলোমাখা- …