হাসিকান্নায় বছর হল পার। পেরিয়ে গেল ১৪২৯- যেমন গেছে আগের আগের বছরগুলো। কিছু ভালো, কিছু মন্দ এসেছে সকলেরই জীবনে। ১৪৩০ সালেও আসবে, তা সে আমরা যতোই মাতামাতি করি না কেন।
তবুও প্রার্থন একটাই। হর্ষের ভাগে একটু বেশিই পড়ুক না হয়। আর বিষাদ জাগবেই। কিন্তু সেই বিষাদকে জয় করার শক্তি যেন জাগরুক থাকে।
ভালো থাকুন সবাই- শুভকামনা নববর্ষের। উতলধারা পরিবারের পক্ষ থেকে সকল পাঠককে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
সঙ্গের ছবিটি এঁকেছে শিল্পী পুণ্যতোয়া ধর। তার জন্য রইলো একরাশ ভালোবাসা।
……০……