( ভয়ঙ্কর এক বিপর্যয়ের মুখোমুখি আমরা। মহামারী করোনা যেন গিলে নিতে চাইছে আমাদের সভ্যতা, আমাদের মানবসম্পদ। খবরের কাগজে, মিডিয়া চ্যানেলে, সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত উঠে আসছে অজস্র হাড় হিম করা তথ্য। এমনকি, ত্রিভুবন-তারিণী মা গঙ্গাও এখন লাশ-বাহিনী। পরিজনের সম্মানজনক বিদায়ও কষ্টকল্পনা হয়ে যাচ্ছে কত অজস্র ক্ষেত্রে। অগণিত মানুষ আজ স্বজনহারা। কত শিশু অনাথ হয়ে পড়েছে একান্ত আপনজনের বিয়োগে। ব্যক্তিগত পরিসরেও নিত্যদিন আমরা মুখোমুখি এই প্রতিকূলতার। পর্যালোচনা, আলাপ-আলোচনা, মতামত, একদম সামনের সারিতে দাঁতে দাঁত চেপে লড়াই করা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অভিজ্ঞতা- সবকিছু ছুঁয়ে এখনো ভয়াল রক্তচক্ষু এই সর্বগ্রাসী মহামারীর। ভ্যাকসিন অপ্রতুল, রাজনৈতিক কূটকচালি অব্যাহত। টিকার দ্বিতীয় ডোজ নেবার পরও করোনা আক্রান্ত হবার খবর আসছে। এহেন বিপদসংকুল সময়ে শিল্পী সোমক সেনগুপ্তের কল্পনায় একের পর এক প্রেক্ষিত ধরা পড়ছে এই মহামারীর। কখনো বা রূঢ় নিষ্ঠুর বাস্তব, কখনো বা বর্তমান জীবনের চালচিত্র। কখনো শাণিত বিদ্রূপ, কখনো কৌতুকে মোড়া বেদনার সজল ছায়া। সেসবই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমরা, ‘উতলধারা’ ই-ম্যাগাজিনের তরফে। শুরু হয়েছে ‘করোনা সিরিজ’। আজ পর্ব- ৯। দেখুন আর ভাবুন। ঝলসে উঠুক আমাদের ভাবনা। শুভবুদ্ধির উদয় হোক সকল স্তরে।
এই মৃত্যুমিছিল বন্ধ হোক। বন্ধ হোক অম্লজানের জন্য আকুতি। প্রাণ ভরে নিঃশ্বাস নিক সকল মানুষ। বসুন্ধরা পুনরায় হয়ে উঠুন কোমলা। এইটুকুই কামনা এই মুহূর্তের।
সবাই ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। করোনাবিধি মেনে চলুন অক্ষরে অক্ষরে।)