সেই সব শীতকাতুরেরা – সোমক সেনগুপ্ত
[ সে এক সময় ছিল বটে! ভিনগ্রহী জীব তবু হয়তো কল্পনা করা যেত- কিন্তু মোবাইল ফোন, ইন্টারনেট, ভিডিও কল- এসব ছিল সেই যুগের মানুষের কল্পনারও বাইরে! আর সেই যুগে শপিংমলি শৌখিন শীত নয়, শীত আসত মফস্সলি মনখারাপের গন্ধে আতুর মেদুর পায়ে। সাদাকালো ঝিরঝিরে টেলিভিশনের অ্যান্টেনা নাড়ানোর ফাঁকে ফাঁকেই উত্তুরে বাতাস তার চেনা সুরে জানান দিয়ে যেত যে সে হাজির! ঝুপ করে নেমে আসা সাঁঝ বিকেলে পিচকিরি ছোটাত মফস্সলি শহরের সেই আশ্চর্য মনকেমনিয়া গন্ধ! ‘উতলধারা’র নিবেদনে শিল্পী সোমক সেনগুপ্তের রেখার জাদুতে বাঙ্ময় হয়ে উঠেছে সেই যুগের শীতকাতুরেদের শীত উদ্যাপনের মনকেমনিয়া কিছু মুহূর্ত! ]