স্মৃতিপট-১
অনামিকা জানো কিছু কথা শুধু জমে জমে থাকে বুকে
কেউ কেউ জেনো,শুধু ভালবেসে থাকতে পারে না সুখে।
যদিও জেনেছি সব কিছু মুছে তুমি আছ সুখে বেশ
তবুও দুচোখে ঘুম তো আসে না,চেয়ে থাকি অনিমেষ।
জানি কত ব্যথা, তবুও কেন যে স্মৃতির কবর খুঁড়ি
বুকটা তো ফাঁকা শূন্য আকাশ, মনটাও গেছে চুরি।
নীরবে কাঁদছে গোটা ফ্ল্যাট বাড়ি, চিঠিপত্রের খাম
মুছতে গিয়েও মুছতে পারি না অনামিকা স্মৃতি, নাম।
কখনো তো ভাবি আসুক মরণ, মরে যাওয়া কত ভাল
অন্ধকারেই একা একা বাঁচি, সহ্য হয় না আলো।
নেভাতে গিয়েও নেভাতে পারি না বুকের আগুন শিখা
একলা এরাত ডুকরে কাঁদছে, অনামিকা অনামিকা…
স্মৃতিপট -২
এখনও বৃষ্টি অঝোর ঝরলে
মনটা কেমন করে
নরম পেলব কোমল স্মৃতিরা
মনে পড়ে, মনে পড়ে…
ওই ফুল ফোটে,ওই পাখি ডাকে,
ওই ছুটে যায় নদী
মিষ্টি লাগত এসব কিছুই
পাশেতে থাকতে যদি।
ভুলে যাব আমি, ঠিক ভুলে যাব,
সব কিছু একদিন
ভুলতে পারলে কবিতার কাছে
রেখে যাব কিছু ঋণ।
সহ্য হয় না কিছুতেই আর
একা একা বেঁচে থাকা
সব কিছু আছে তবু মনে হয়
জগত শূন্য, ফাঁকা।
তুষের আগুনে হৃদয়ে জ্বলছে
স্মৃতির বহ্নিশিখা
গোটা বুক জুড়ে সাদা পোড়া ছাই,
অনামিকা অনামিকা…
স্মৃতিপট-৩
অনামিকা দেখ, রেলপথে ছোটে প্রতিদিন কত ট্রেন
সঠিক সময়ে রোজ বেজে যায় সময়ের সাইরেন!
এসব দেখে তো আগে কোনদিনও অবাক হইনি আমি
মনটাই আজ উথালপাথাল, স্মৃতিগুলো বড় দামি।
সবাই কেমন ছুটছে অফিসে, করছে নিজের কাজ
আমিও ছিলাম ওদের মতই,স্তব্ধ হয়েছি আজ।
এখনও সকালে সূর্যটা ওঠে, এখনও তো রাতে তারা
অনামিকা তুমি কোথায় এখন, ভেবে ভেবে দিশাহারা।
অনামিকা আমি পথ খুঁজে মরি অন্ধগলির থেকে
তোমার চোখের গভীর বাঁকেতে পথ চলে যায় বেঁকে।
উদাস বাউল একাই গাইছে মন খারাপের গান
কাটছে না রাত, কাটছে না দিন, সেতারে বেসুরো তান।
স্মৃতিপট-৪
কবিতা আমায় বোঝে,কবিতা বুঝেছে সবকিছু
আমিও বেসেছি ভাল, ঘুরেছি প্রেমের পিছুপিছু।
আমিও পুড়েছি কত, আমিও কেঁদেছি কত রাতে
ভেবেছি বাউল হব, মেঠোপথে একতারা হাতে।
আমিও ছেড়েছি গ্রাম, আমিও ঘুরেছি কত দেশে
চালচুলো সব ছেড়ে,অভুক্ত ভিখারির বেশে।
আগুনে পুড়েছে মন, দাউ দাউ পুড়ে পুড়ে ছাই
মরণ সেও তো ভাল,গিয়েছি নরক সীমানায়।
সব ছোঁয়া বেদনার, সব কথা কান্নাতে ভরা
আজ শুধু খুব একা,আজ শুধু স্মৃতি, মনে পড়া…