Home / কবিতা / রথের ঠিকানা- মৌসুমী পাত্র

রথের ঠিকানা- মৌসুমী পাত্র

বৃষ্টি নামে মেঘলা দিনে

       রথের ঠিকানায়-

মেলা শেষে খোকাখুকু

         ফিরছে পায় পায়।

 

পাঁপড় খেল খোকাবাবু

          জিলিপি খেল খুকু-

কচি কচি মুঠোয় ধরা

        খুশির রেশ টুকু।

 

রথের মেলা নাগরদোলা

          হাজার রকম খেলা-

আলো হাসির ফুলঝুরিতে

           জমাট বিকেলবেলা।

 

পড়ার চাপে কাহিল খুকু,

              চশমাচোখো খোকা-

একটা বিকেল, হে জগন্নাথ,

          থাকুক ছুটি ঢাকা।

           ……০……

Leave a comment

Check Also

মৃত্যুর কবিতারা- সুদীপ্ত বিশ্বাস

১ লাশ কাটা ঘর – সুদীপ্ত বিশ্বাস একদিন আমার বদলে বিছানায় শুয়ে থাকবে আমার লাশ। …

শিল্পী- সোমক সেনগুপ্ত/ আপডেট

আপডেট – যশোবন্ত্ বসু

স্মৃতিমেদুরতা বিষয়ে বলতে গেলে সেই লোডশেডিংবিধৃত সন্ধেগুলির কথা বলতে হয় সুলতানা রিজিয়া ! হৃদমাঝারের মফস্‌সলি …

শিল্পী- যামিনী খাঁ/ দূরবীন

দূরবীন – চন্দ্রনাথ মুখোপাধ্যায়

  এ এক সময় ভ্রমণ, পর্যটকের চোখে। ঠিক যেন পুরোনো স্থাপত্যের প্রাঙ্গনে গ্রামীণ ভীড়ের রীত …

পথিক – সন্দীপ কুমার ঘোষ

  দুর্গম পথের পথিক তুমি রক্তিম আবাহিকা, অজয় তোমার মনের ভূমি, হৃদমাঝারে নভৌকা, বহুরূপী আজই …