অরিন্দমবাবুর মেয়ে তপতী ছোট থেকেই শিবঠাকুরের ভক্ত। কলেজে পড়ার সময় রথের মেলা থেকে কিনে এনেছে শিব ঠাকুরের মূর্তি। রোজ দুবেলা ঠাকুরকে ধূপ- সন্ধে দেখায়। খুব ভক্তি করে শিবরাত্রি ব্রত পালন করে। সারা দিন উপবাসী থেকে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে ঢালতে নিশ্চয়ই তপতী বলে, “ঠাকুর! আমাকে একটা মনের মত বর দাও।”
ঠাকুর সেকথা শুনেছেন। মনের মত বর জুটিয়ে দিয়েছেন তপতীকে। শুভময় ছাব্বিশ, জঙ্গী ঘোড়ার মত টগবগে। তেইশ বছরের তপতীর সঙ্গে তার বিয়ে হল।
তপতী মনের সুখে স্বামীর ঘর করছে। এখন তার শোয়ার ঘরের দেওয়াল জুড়ে রাধাকৃষ্ণ।
……০……