Home / কবিতা / আলো- শাশ্বতী সাহা

আলো- শাশ্বতী সাহা

aalo-ss
ছবি- শাশ্বতী সাহা
তুই পিদিম,না জোনাকী?
আলো হয়ে,আলো দিস
কখনও বা বৃক্ষ,লতা,দূর্বাঘাস।
কখনও সরীসৃপ তুই,
রাতপাখির ডানা ঝাপটানি,
পৌরুষের লবণে গলিত জোঁক
প্রাগৈতিহাসিক পসারিনী।

কখনও স্রোতস্বিনী,পলি জমা
বুকে নদীবাঁধ।
বহু দূর ফেলে আসা এক
কান্দাহারের আদরিণী ,
অনাদৃতা দুহিতা মেনকার,
কখনও অগ্নিতে প্রবেশ,
কখনও উত্থান অগ্নি হতে,
অর্ধনারীশ্বর জন্ম- প্রতিশোধপরায়ণা।
তবু আলো দিয়ে যাস
অমলতাসের রূপ ধরে,
ভোরের সূর্য কখনও বা
কখনও তপনতাপ মধ্যাহ্নের,
বর্ষামেঘের সাথে লুকোচুরি,
গোধূলির জাফরানি আলো।
আলো,আলো তোর নাম আলো।

Leave a comment

Check Also

মৃত্যুর কবিতারা- সুদীপ্ত বিশ্বাস

১ লাশ কাটা ঘর – সুদীপ্ত বিশ্বাস একদিন আমার বদলে বিছানায় শুয়ে থাকবে আমার লাশ। …

শিল্পী- সোমক সেনগুপ্ত/ আপডেট

আপডেট – যশোবন্ত্ বসু

স্মৃতিমেদুরতা বিষয়ে বলতে গেলে সেই লোডশেডিংবিধৃত সন্ধেগুলির কথা বলতে হয় সুলতানা রিজিয়া ! হৃদমাঝারের মফস্‌সলি …

শিল্পী- যামিনী খাঁ/ দূরবীন

দূরবীন – চন্দ্রনাথ মুখোপাধ্যায়

  এ এক সময় ভ্রমণ, পর্যটকের চোখে। ঠিক যেন পুরোনো স্থাপত্যের প্রাঙ্গনে গ্রামীণ ভীড়ের রীত …

পথিক – সন্দীপ কুমার ঘোষ

  দুর্গম পথের পথিক তুমি রক্তিম আবাহিকা, অজয় তোমার মনের ভূমি, হৃদমাঝারে নভৌকা, বহুরূপী আজই …