তুই পিদিম,না জোনাকী?
আলো হয়ে,আলো দিস
কখনও বা বৃক্ষ,লতা,দূর্বাঘাস।
কখনও সরীসৃপ তুই,
রাতপাখির ডানা ঝাপটানি,
পৌরুষের লবণে গলিত জোঁক
প্রাগৈতিহাসিক পসারিনী।
কখনও স্রোতস্বিনী,পলি জমা
বুকে নদীবাঁধ।
বহু দূর ফেলে আসা এক
কান্দাহারের আদরিণী ,
অনাদৃতা দুহিতা মেনকার,
কখনও অগ্নিতে প্রবেশ,
কখনও উত্থান অগ্নি হতে,
অর্ধনারীশ্বর জন্ম- প্রতিশোধপরায়ণা।
তবু আলো দিয়ে যাস
অমলতাসের রূপ ধরে,
ভোরের সূর্য কখনও বা
কখনও তপনতাপ মধ্যাহ্নের,
বর্ষামেঘের সাথে লুকোচুরি,
গোধূলির জাফরানি আলো।
আলো,আলো তোর নাম আলো।