আমার বাড়ি
রঙ- বাহারি
আলো-ছায়ায় ঘেরা।
সবুজ ঘাসে
পাখির ডাকে
স্বপ্ন দিয়ে মোড়া।
ফুলের ঢেউয়ে
কাঁপন জাগে-
হাতছানি দেয় ওরা।
সকাল- সাঁঝে
আপন মনে
পায়ে পায়ে ঘোরা–
গরম দুপুর
বাজায় নূপুর-
রোদের ইশারা।
বাদল বেলা
মেঘের খেলা,
মন- কেমন করা।
মন ভোলানো
ঘুম পাড়ানো
খেলার শেষে ফেরা।
আমার বাড়ি
রং-বাহারি
ফুলে ফুলে ঘেরা।।