ছোট্ট মেয়ে টুকটুক। কথা বলে ফুটফুট। একদিন সকালে… মনের সুখে সে খেলে। এমন সময় দেখে, জানালায় উঁকি মারে কে? কালো কালো মুখ। শনের মতো চুল। চেঁচিয়ে ওঠে সে, “হনুমান! হনুমান!”
মা আসে বেরিয়ে। জানালা দিয়ে বাড়িয়ে দেয়, আলু, বিস্কুট আরো কত কী। হনুমান দুটো খায় আর হাত বাড়ায়। মা, বড়মা আরো দেয়। হনুমান দুটো চটপট খায়। এবারে আসে ছানা হনুমান। সেও খায়।
তারপর আওয়াজ ওঠে… ঝপাং! ঝপাং! দলে দলে হনুমান এসে ভিড় করে জানালায়। মা জানালা লাগিয়ে দেয়। হনুমানগুলো লাফ দিয়ে চলে যায় পাশের বাড়ির ছাদে। সেখানে বসে ডুমুর গাছের পাতা খেতে থাকে। পেঁপে গাছ থেকে পেঁপে ছিঁড়ে খেতে থাকে কেউ কেউ।
টুকটুক হাততালি দেয়। বলে, “পরে আবার এসো।”