নীল আকাশে ছেঁড়া তুলোর
ছোট্ট ছোট্ট ভেলা,
রোদ বৃষ্টি মেঘের যেন
লুকোচুরি খেলা।
কাগজ- ভেলায় নৌকো ভাসাই
বাদল রিনিঝিনি–
রাস্তার ‘পরে বৃষ্টির নদী
দুলছে’নৌকোখানি।
দুলতে দুলতে নৌকো যাবে
কোন সে অচিন দেশে,
উড়ছে ফড়িং ,গাইছে ব্যাঙ
সবুজ ঘাসের পাশে।
সাতরঙা ওই রামধনুটা
আকাশ পানে উঠে,
দিগন্তকে ছুঁয়ে গেছে
স্বপ্ন চোখে এঁকে।
জুঁই ,চামেলী ,রজনী ,বেলি
মাথা দুলে দুলে খেলা-
বর্ষামঙ্গল করছে তারা
মধুর সুবাস ঢালা।
এসো এসো আজ সবাই এসো
দাও গো উলুধ্বনি,
নব অঙ্কুরে প্রাণের স্ফূরণ
নুতনের হাতছানি।
উতলধারা তোমার স্রোতে
ভাসিয়ে দিলুম ভেলা;
স্রোতের টানে দুলবে যে নাও
সুদূরের পথ চলা।।