Home / ছোটদের গল্প / চড়াইছানার চড়ুইভাতি – মৌসুমী পাত্র

চড়াইছানার চড়ুইভাতি – মৌসুমী পাত্র

choraichanar choruivati-mp
শিল্পী- গুঞ্জা

খুদে খুদে চড়াইছানা। এইটুকুনি মুখ, ছোট ছোট ডানা। ছানাগুলোর খিদে পেয়েছে। মা চড়াই গেছে খাবার আনতে। আসে না, আসেই না। মা চড়াই বলে গেছে, “চুপচাপ থাকবি। গোলমাল করবি না।”

তা চুপচাপ কি থাকা যায়? খিদে পেয়েছে যে। চিৎকার করে তারা- কিচকিচ কিচকিচ। একটা ছানা বলে, “দাঁড়া, দুদিন পরে ডানায় জোর হোক। আমরাও নিজেরা উড়ে উড়ে খাবার খেতে যাবো।” বাকিরা বলে, “হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক।”

এমন সময় দেখা যায়, মা চড়াই আসছে। ছানাগুলো জোর আওয়াজ তোলে, -কিচকিচ, কিচকিচ। মা চড়াই এসে ওদের মুখে মুখে খাবার গুঁজে দিতে থাকে। ছানাগুলো ভরপেট খেতে থাকে। একটা ছানা বলে, “মা! এত খাবার!”

বড় ছানা বলে, “বুঝলি না? এটা যে চড়ুইভাতি!”

………0………

Leave a comment

Check Also

শিল্পী- রিমিল জানা

পরীক্ষা দিলেন বাঘু- মৌসুমী পাত্র

(শিয়ালনীর পাঠশালায় প্রচুর মজাদার ব্যাপার স্যাপার চলে, যার প্রথম হদিশটা দিয়েছিলাম ‘বাগে এলো বাঘু’ গল্পে। …

ওযোধ্যা পাহাড়ে বাঘু

অযোধ্যা পাহাড়ে বাঘু – মৌসুমী পাত্র

(শিয়ালনীর পাঠশালায় প্রচুর মজাদার ব্যাপার স্যাপার চলে, যার প্রথম হদিশটা দিয়েছিলাম ‘বাগে এলো বাঘু’ গল্পে। …

শিয়ালনী কুপোকাত

শিয়ালনী কুপোকাত- মৌসুমী পাত্র

বর্ষা বিদায় নিয়েছে। আকাশে সোনা সোনা রঙের রোদ্দুর। সাদা সাদা মেঘ নীল আকাশে হামাগুড়ি দিয়ে …

বাঘু হলেন মনিটর

বাঘু হলেন মনিটর- মৌসুমী পাত্র

  পাঠশালার পোড়োগুলো বড্ডো ঝামেলা পাকাচ্ছে ক’দিন ধরেই। শিয়ালনী ক্লাস থেকে একটু উঠলেই চিৎকার, চেঁচামেচি, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *