খুদে খুদে চড়াইছানা। এইটুকুনি মুখ, ছোট ছোট ডানা। ছানাগুলোর খিদে পেয়েছে। মা চড়াই গেছে খাবার আনতে। আসে না, আসেই না। মা চড়াই বলে গেছে, “চুপচাপ থাকবি। গোলমাল করবি না।”
তা চুপচাপ কি থাকা যায়? খিদে পেয়েছে যে। চিৎকার করে তারা- কিচকিচ কিচকিচ। একটা ছানা বলে, “দাঁড়া, দুদিন পরে ডানায় জোর হোক। আমরাও নিজেরা উড়ে উড়ে খাবার খেতে যাবো।” বাকিরা বলে, “হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক।”
এমন সময় দেখা যায়, মা চড়াই আসছে। ছানাগুলো জোর আওয়াজ তোলে, -কিচকিচ, কিচকিচ। মা চড়াই এসে ওদের মুখে মুখে খাবার গুঁজে দিতে থাকে। ছানাগুলো ভরপেট খেতে থাকে। একটা ছানা বলে, “মা! এত খাবার!”
বড় ছানা বলে, “বুঝলি না? এটা যে চড়ুইভাতি!”
………0………