রথের বেলা ফুরিয়ে এল,
আঁধার গেল নেমে-
খোকাখুকু ফিরছে ঘরে
রথের দড়ি টেনে।
ছোট্ট মেয়ে ভিজে মনে
দেখছে চেয়ে চেয়ে
সঙ্গীসাথীর রথের দড়ি
টেনেছে ভয়ে ভয়ে।
দোতলা, তিনতলা রথগুলি সব
সেজেছে মনের সুখে
লতায় পাতায় জরিফিতেয়
ফুলের মালা বুকে।
একটুখানি একতলা রথ
ভাবতে থাকে মেয়ে-
না পাবার কষ্টখানি
বুকটি আছে ছেয়ে।
জগন্নাথ আসেন, যান-
পড়ে না কিছুই চোখে।
কচি মুখের আঁধারখানি
আলোতে যায় ঢেকে।
দুঃখ- বেদন যা কিছু আছে
ছোট্ট মনের বুকে-
আসছে বছর, হে জগন্নাথ,
আনন্দে দিও ঢেকে।