ক্লান্ত ছিল বছর যে এক
ভালো লাগা কোথাও এক মুঠ,
বাদলা-মন মনখারাপের মেঘে-
জলের ফোঁটা আলগা দে- ছুট!
ক্লান্ত ছিল বছর যে এক,
উতল দিনে বেরঙ সাদা-কালো
আখরে কথা ফুটবে বলেছিল,
সময় তাকে কে দেয়, বলো?
হাওয়া কবে উড়বে এলোমেলো
ভাসিয়ে দিয়ে উধাও স্রোতে পাড়ি-
ক্লান্ত বছর বোঝেনি সে-সব কথা,
পাতার সংগে কলমের যে আড়ি!
আলোর সাথে আঁধার মিশে গিয়ে
ক্লান্ত বছর হাঁটছে পিছুপানে-
মেঘ-রোদের কাটাকুটি খেলায়
অতীতচারী বর্ষশেষের দিনে!
ক্লান্ত ছিল বছর যে এক,
ভালো লাগা কোথাও এক মুঠ,
জমা- খরচের হিসেব মিটবে আজ-
পুরানোর পথ দেবেই দে- ছুট!
…০…