Home / কবিতা / যেতে যেতে – মৌসুমী পাত্র

যেতে যেতে – মৌসুমী পাত্র

যেতে যেতে
শিল্পী- সুমেধা সাহা

ক্লান্ত ছিল বছর যে এক
ভালো লাগা কোথাও এক মুঠ,
বাদলা-মন মনখারাপের মেঘে-
জলের ফোঁটা আলগা দে- ছুট!

ক্লান্ত ছিল বছর যে এক,
উতল দিনে বেরঙ সাদা-কালো
আখরে কথা ফুটবে বলেছিল,
সময় তাকে কে দেয়, বলো?

হাওয়া কবে উড়বে এলোমেলো
ভাসিয়ে দিয়ে উধাও স্রোতে পাড়ি-
ক্লান্ত বছর বোঝেনি সে-সব কথা,
পাতার সংগে কলমের যে আড়ি!

আলোর সাথে আঁধার মিশে গিয়ে
ক্লান্ত বছর হাঁটছে পিছুপানে-
মেঘ-রোদের কাটাকুটি খেলায়
অতীতচারী বর্ষশেষের দিনে!

ক্লান্ত ছিল বছর যে এক,
ভালো লাগা কোথাও এক মুঠ,
জমা- খরচের হিসেব মিটবে আজ-
পুরানোর পথ দেবেই দে- ছুট!

 

…০…

Leave a comment

Check Also

শিল্পী- সোমক সেনগুপ্ত/ আপডেট

আপডেট – যশোবন্ত্ বসু

স্মৃতিমেদুরতা বিষয়ে বলতে গেলে সেই লোডশেডিংবিধৃত সন্ধেগুলির কথা বলতে হয় সুলতানা রিজিয়া ! হৃদমাঝারের মফস্‌সলি …

শিল্পী- যামিনী খাঁ/ দূরবীন

দূরবীন – চন্দ্রনাথ মুখোপাধ্যায়

  এ এক সময় ভ্রমণ, পর্যটকের চোখে। ঠিক যেন পুরোনো স্থাপত্যের প্রাঙ্গনে গ্রামীণ ভীড়ের রীত …

পথিক – সন্দীপ কুমার ঘোষ

  দুর্গম পথের পথিক তুমি রক্তিম আবাহিকা, অজয় তোমার মনের ভূমি, হৃদমাঝারে নভৌকা, বহুরূপী আজই …

অমোঘ- সন্দীপ কুমার ঘোষ/শিল্পী- সোমক সেনগুপ্ত

অমোঘ – সন্দীপ কুমার ঘোষ

    পাতায় পাতায় ফুটে ওঠে, অন্তহীন হারিয়ে যাওয়া, যত কাহিনী মানবের, যত ব্যর্থ চাওয়া, …