গোধূলিতে নদী নারী হয়ে ওঠে, মায়াঞ্জনে ঢাকে ব্যপ্ত চরাচরে ,
মন কেমনিয়া সুরে সুরে দূরে কেও বাজায় বাঁশি আনমনা করে বারেবারে ।
যেন কিশোরের স্বপ্নবালা দিয়ালায় ফিরে আসে,চেনা চেনা অনুষঙ্গে আলতো দোলায়
বেহূলা মান্দাসে ফেরে , লখীন্দর সপ্তডিঙায় ।
ট্রয় থেকে ইথাকার পথে ফেরে শ্রান্ত ইকিলাশ বীর,
পদ্মগন্ধে হৃদয় মাতায় যোজনগন্ধী কোনো এক কমলিকা মেয়ে ,
বিহানের জারিগান আলো হয়ে স্ফুরিতফেনায় আহ্বানে নিভে যায়,
নদী যেন ধরা দেয় মোহনায়, সন্ধ্যারাগে বিচ্ছুরণে ছড়িয়ে আবীর ।