Home / কবিতা / দূরবীন – চন্দ্রনাথ মুখোপাধ্যায়

দূরবীন – চন্দ্রনাথ মুখোপাধ্যায়

শিল্পী- যামিনী খাঁ/ দূরবীন
শিল্পী- যামিনী খাঁ

 

এ এক সময় ভ্রমণ, পর্যটকের চোখে। ঠিক যেন

পুরোনো স্থাপত্যের প্রাঙ্গনে গ্রামীণ ভীড়ের রীত

বিকেলের পর উঠে যায়,উৎসবের রেশ কোন ও।

স্থপতিরা স্থির, এক তারাই তো প্রমাণিত অতীত।

 

এক বৃদ্ধ ই জানে ,এ গ্রামে বহুবার এসেছে যুদ্ধ

ঘোড়াদের ছুটে যাবার পরও কেমন ক্ষীণ

হয়ে থেকে যায় ভয়। যে কোনো শব্দ নিষিদ্ধ

শিশুর কান্না ও বোঝে কিভাবে হতে হয় দীন ।

 

‘কেন বেঁচে আছো ‘ সে তখন ধূসর চোখ তুলে

তাকায়। ভাবে এবারের শীত হবে ভয়াবহ

এই যে আর ও একবার  শস্য দানার কথা ভুলে

ধাতব অহংকার, যেন হয় তবে শেষ অবরোহ।

 

যে যার নিজের মতো চায়, ইতিহাস স্থিরচিত্র হোক

স্থায়ী তো আর নয় ,বৃদ্ধের স্মৃতি বা মানুষের শোক

 

……০……

Leave a comment

Check Also

মৃত্যুর কবিতারা- সুদীপ্ত বিশ্বাস

১ লাশ কাটা ঘর – সুদীপ্ত বিশ্বাস একদিন আমার বদলে বিছানায় শুয়ে থাকবে আমার লাশ। …

মেয়েবেলার গপ্পো- সোমক সেনগুপ্ত

Leave a comment

শিল্পী- সোমক সেনগুপ্ত/ আপডেট

আপডেট – যশোবন্ত্ বসু

স্মৃতিমেদুরতা বিষয়ে বলতে গেলে সেই লোডশেডিংবিধৃত সন্ধেগুলির কথা বলতে হয় সুলতানা রিজিয়া ! হৃদমাঝারের মফস্‌সলি …

দু’একটা সত্য কথা – সুদীপ্ত বিশ্বাস

মাত্র ১০০০০ বছর আগে কোনো ধর্মই ছিল না। ছিলনা ধর্ম-ধর্ম করে মানুষের সাথে মানুষের বিভেদ। …