Home / কবিতা / আপডেট – যশোবন্ত্ বসু

আপডেট – যশোবন্ত্ বসু

শিল্পী- সোমক সেনগুপ্ত/ আপডেট
শিল্পী- সোমক সেনগুপ্ত
স্মৃতিমেদুরতা বিষয়ে বলতে গেলে সেই লোডশেডিংবিধৃত সন্ধেগুলির কথা বলতে হয় সুলতানা রিজিয়া !
হৃদমাঝারের মফস্‌সলি ঘ্রাণ, কোচিংক্লাসের  পানপাতা মুখ, চিবুকের ডানদিকে তিল। নিবিষ্ট চোখ আটকে থাকতো বই আর খাতার পাতায়। কোনও চপলতা ডানা মেলেনি কড়া ইংরেজি স্যরের কোচিংপর্বে।
কখনও খাতা পাল্টে যায়নি অসতর্ক হাতে।  যে-আবেগলিপি নিরন্তর মকশো হত স্বগতকথনে সেই কথাসরিৎসাগরও হাতবদল হতে পারেনি ফলত।
কখনও  বৃষ্টিশেষে বকুল বিছিয়ে থাকতো বাড়ি ফেরার পথে। সেই ভীরু পায়ের ছাপ মুছে নতুন চওড়া রাস্তা হয়েছে।
বয়ঃসন্ধির তাপ নিভে গেছে সংসারীর শামুকখোলে। মুক্ত অর্থনীতি ভাসিয়ে নিয়ে গেছে দিন।
বিজ্ঞানের চমৎকারে তুমি সহসা  হাতের মুঠোয়-পাওয়া  প্রোফাইল পিকচার ! দৃষ্টিগোচর,   বই, খাতা, ইংরেজি, স্অযার, বকুলনর্গল।
অথচ দুঃখকথা এই, ঝলমলে স্ট্যাটাস আপডেটে গতজন্মের লোডশেডিংসন্ধ্যার রোমাঞ্চ আর নেই।
……০……

Leave a comment

Check Also

মৃত্যুর কবিতারা- সুদীপ্ত বিশ্বাস

১ লাশ কাটা ঘর – সুদীপ্ত বিশ্বাস একদিন আমার বদলে বিছানায় শুয়ে থাকবে আমার লাশ। …

মেয়েবেলার গপ্পো- সোমক সেনগুপ্ত

Leave a comment

দু’একটা সত্য কথা – সুদীপ্ত বিশ্বাস

মাত্র ১০০০০ বছর আগে কোনো ধর্মই ছিল না। ছিলনা ধর্ম-ধর্ম করে মানুষের সাথে মানুষের বিভেদ। …

শিল্পী- যামিনী খাঁ

আজ অভিষেক – নির্মাল্য ঘরামী

    -মনে আছে তো, পুলিন বলছিল, -তরশু তোর আবার হাতে রাজকাজ। বলছিল আর মিটমিট …