ওপারের দ্বীপ, জলের নৌকো, মিঠে মিঠে রোদ্দুর
বাড়িয়ে দেওয়া হাত, ছবি তো ঠিকঠাকই ছিল
এই সব ছোঁয়া বুড়ি খেলা আকণ্ঠ নেশাতে চুর
মুগ্ধ চোখের বাতাস ইশারার পাল তুলে দিল
তারই কিছু ভাসিয়ে দিয়ে নৌকোটিও ফিরে আসে
ফুটন্ত মাংসের গন্ধ আর কিছু সেলফি বিলাসে
রেওয়াজি রবীন্দ্র সংগীত, অহংকারের গম্ভীর
এইসব নদীর কাছে অবাক ছেলে মানুষীর
বাতাসের ঢেউ ওঠে, জলপরীর আকার নেই
যেকোনো শীতকালীন পিকনিকে যাবার আগেই
একথা বুঝে নেওয়া ভালো, কেননা সহমরণ
প্রত্যাশা মতো আসেনা। যা আসে তা একাকী দহন
শুধু জানার ইচ্ছেই , যদিও ভালোবাসিনি তাকে
ঝরা শীতের সেই রাঁধুনী, বসন্তে কেমন থাকে।
……০……
শিল্পী- যামিনী খাঁ