পাতায় পাতায় ফুটে ওঠে, অন্তহীন হারিয়ে যাওয়া,
যত কাহিনী মানবের, যত ব্যর্থ চাওয়া,
কবে কারা দেখেছিল, ঊর্ধ্ব গগনের চূড়া,
কালের স্রোত পরাক্রমী, বিলীন হলো ওরা,
রুধিরের ধারাস্রোত যত, সকলি পাবে বলে,
শেষে রইলো না, সেই সব,
ইতিহাসের ধারায়, ফুরালো সেই রব,
আবারও এলো, নতুন কোনো এক বীর,
বুঝলো নাকো ইতিহাসের সেই অমোঘ বাণীর স্বর,
ঊর্ধ্ব নয়নে, আপন মননে,
ভেবেছিল জিতবে এই দূরূহ পরিসর,
বৃথা চাওয়া, বৃথা সে সব পাওয়া,
শেষে ইতিহাসের পাতায়, বিলীন হওয়ার পালা,
তাই হে মানবরূপী বীর, ভাবছো তুমি ছাড়া সৃষ্টি অপূর্ণ রবে?
বুঝবে তুমি কবে, ইতিহাসের গর্ভে তুমিও শীঘ্রই বিলীন হবে।
……0……
অংকনঃ সোমক সেনগুপ্ত