( ভয়ঙ্কর এক বিপর্যয়ের মুখোমুখি আমরা। মহামারী করোনা যেন গিলে নিতে চাইছে আমাদের সভ্যতা, আমাদের মানবসম্পদ। খবরের কাগজে, মিডিয়া চ্যানেলে, সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত উঠে আসছে অজস্র হাড় হিম করা তথ্য। ব্যক্তিগত পরিসরেও নিত্যদিন আমরা মুখোমুখি এই প্রতিকূলতার। পর্যালোচনা, আলাপ-আলোচনা, মতামত, একদম সামনের সারিতে দাঁতে দাঁত চেপে লড়াই করা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অভিজ্ঞতা- সবকিছু ছুঁয়ে এখনো ভয়াল রক্তচক্ষু এই সর্বগ্রাসী মহামারীর। এহেন বিপদসংকুল সময়ে শিল্পী সোমক সেনগুপ্তের কল্পনায় একের পর এক প্রেক্ষিত ধরা পড়ছে এই মহামারীর। সেসবই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমরা, ‘উতলধারা’ ই-ম্যাগাজিনের তরফে। শুরু হচ্ছে ‘করোনা সিরিজ’। আজ পর্ব- ৪। দেখুন আর ভাবুন। ঝলসে উঠুক আমাদের ভাবনা। শুভবুদ্ধির উদয় হোক সকল স্তরে।
সবাই ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। করোনাবিধি মেনে চলুন অক্ষরে অক্ষরে।)