সমস্ত খেলনা হারিয়ে কেবল একা একা ঘুরি
পকেটের কলমকেই মনে হয় ভাঙা বাঁশি
ধুনি জ্বলে ধুলো ওড়া বিকেলের মাঠে
সন্ধ্যায় আকাশ পথে পথে তারামণিদের সংসার
আমি শুধু তালগোল পাকিয়ে ফেলি
অমোঘ নিয়মে ছুটতে ছুটতে পালিয়ে যায় শৈশব- সরলতা
কী যেন বলতে চাই, কী যেন করতে চাই…
নশ্বর মানুষ সমস্ত জীবন জুড়ে শুধু ছুটে যায়
জীবন তবুও তো বীজ বপনের সময়…