অনেক দিন পর শীলার সঙ্গে দেখা, তা প্রায় পঞ্চাশ বছর। হাইস্কুলে আমরা একসঙ্গে পড়তাম। ও ছিল অঙ্কে কাঁচা কিংবা অঙ্ক কষার ঝামেলায় যেতে চাইত না। আমার খাতা থেকে বেমালুম টুকে স্যারকে দেখাতো, আর মাখন সাহার দোকান থেকে চানাচুর কিনে এনে খাওয়াতো। আঃ! কী স্বাদ! এখনও যেন লেগে আছে দাঁতের খাঁজে খাঁজে, ল্যাংড়া আমের শাঁসের মত। মদনের চায়ের দোকানে বসে আশকথা পাশকথা নানা কথা হল। শেষে শীলা বলে- তুমি আমাকে ভুলে গেছ। আমি বলি- না গো, ভুলতে পারিনি। দোকানে সাজানো বয়ামে চানাচুর দেখলেই তোমার কথা মনে পড়ে যায় এখনও।
……0……
অংকনঃ- সোমক সেনগুপ্ত