Home / কবিতা / বুদ্ধিজীবী- সুদীপ্ত বিশ্বাস

বুদ্ধিজীবী- সুদীপ্ত বিশ্বাস

বুদ্ধিজীবী বুদ্ধিজীবী, তোমার বিবেক আছে?
আমজনতা মরলে পরে মন পোড়ে তার আঁচে?
বুদ্ধিজীবী বুদ্ধিজীবী, মিথ্যে শুধু বলো?
যেদিক গেলে আখেরে লাভ,সেই দিকেতে চলো?
বুদ্ধিজীবী বুদ্ধিজীবী, বিক্রি হয়ে গেছো?
কত টাকা কেজি দরে শিরদাঁড়াটি বেচো?
তোমার যত গান-কবিতা, তোমার যত ছবি
সব কিছু তার মিথ্যে তবু তোমায় ভাবি কবি।
বুদ্ধিজীবী,  বুদ্ধিজীবী, কার ইশারায় নাচো,
মনের সুখে গুছিয়ে আখের বেশ তো তুমি আছো।
মুখোশধারী বুদ্ধিজীবীর চামড়া খুবই পুরু,
আমরা তবু বুদ্ধু কত, তাদের ভাবি গুরু।
তাইতো বলি ভাই-বোনেরা, একটি শপথ নিও-
বুদ্ধিজীবী দেখতে পেলেই মুখ ঘুরিয়ে নিও।।

Leave a comment

Check Also

মৃত্যুর কবিতারা- সুদীপ্ত বিশ্বাস

১ লাশ কাটা ঘর – সুদীপ্ত বিশ্বাস একদিন আমার বদলে বিছানায় শুয়ে থাকবে আমার লাশ। …

শিল্পী- সোমক সেনগুপ্ত/ আপডেট

আপডেট – যশোবন্ত্ বসু

স্মৃতিমেদুরতা বিষয়ে বলতে গেলে সেই লোডশেডিংবিধৃত সন্ধেগুলির কথা বলতে হয় সুলতানা রিজিয়া ! হৃদমাঝারের মফস্‌সলি …

শিল্পী- যামিনী খাঁ/ দূরবীন

দূরবীন – চন্দ্রনাথ মুখোপাধ্যায়

  এ এক সময় ভ্রমণ, পর্যটকের চোখে। ঠিক যেন পুরোনো স্থাপত্যের প্রাঙ্গনে গ্রামীণ ভীড়ের রীত …

পথিক – সন্দীপ কুমার ঘোষ

  দুর্গম পথের পথিক তুমি রক্তিম আবাহিকা, অজয় তোমার মনের ভূমি, হৃদমাঝারে নভৌকা, বহুরূপী আজই …